চাঁদে অবতরণ করলো চীনের মহাকাশযান
চাঁদের দক্ষিণ মেরুর এইটকেন বেসিনে অবতরণ করেছে চীনের ক্রুবিহীন মহাকাশযান চ্যাঙি সিক্স। গত ৩ মে উৎক্ষেপণ করা হয় এই মহাকাশযান।
খবরে বলা হয়, চাঁদের এমন একটি স্থান, যেখানে আগে কেউ কখনও অবতরণের চেষ্টাই করেনি, সেই স্থানে পৌঁছেছে চীনের ক্রুবিহীন মহাকাশযান।
চীনের এই মহাকাশযানের লক্ষ্য ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ মেরুর এই স্থান থেকে মূল্যবান পাথর আর মাটি সংগ্রহ করা। এই মহাকাশযান চাঁদের বহু পুরোনো কিছু পাথর সগ্রহের চেষ্টাও করবে।
ডিবিটেক/বিএমটি







